বাদগামে বায়ু সেনার মিগ-২১ নয়,ভেঙে পড়েছে এমআই-১৭ পরিবহণ চোপার

বাদগামে বায়ু সেনার মিগ-২১ নয়,ভেঙে পড়েছে এমআই-১৭ পরিবহণ চোপার
Published on

গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের বাদগামে আজ সকালে ভারতীয় বায়ু সেনার একটি মিগ-২১ লড়াকু বিমান ভেঙে পড়ার যে খবর এরআগে প্ৰকাশিত হয়েছিল তা ঠিক নয়। সদ্যপ্ৰাপ্ত খবরে জানা গেছে বায়ুসেনার পণ্য পরিবহণকারী একটি এমআই-১৭ চোপার দুর্ঘটনাগ্ৰস্ত হয়েছে। তবে দুর্ঘটনা স্থলে দুটি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

চোপারটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে সরকারিভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। বাদগামের এসএসপি দুর্ঘটনা স্থলে ছুটে গেছেন। তিনি বলেন,বায়ু সেনার কারিগরি দল এসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। তবে অকুস্থলে দুটো শব পাওয়া গেছে। কর্মকর্তাটি জানান,বাদগামের গেরেন্ড কালাম গ্ৰামের কাছে খোলা মাঠে ভেঙে পড়া চোপারটি এমআই-১৭ ছিল। নিহত শব দুটি এখনও শনাক্ত করা বাকি আছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com