Begin typing your search above and press return to search.

বারাণসীতে মনোনয়নপত্ৰ দাখিল করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি

বারাণসীতে মনোনয়নপত্ৰ দাখিল করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 April 2019 10:59 AM GMT

বারাণসীঃ এনডিএ-র শরিকরা তাদের শক্তি প্ৰদর্শনের পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি লোকসভা নির্বাচনের জন্য বারাণসী থেকে শুক্ৰবার তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করলেন।

এদিন মোদির সঙ্গ দেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,নীতিন গাড়করি,বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহ। লোক জনশক্তি পার্টির সুপ্ৰিমো রামবিলাস পাসোয়ান,শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরে,জনতা দল ইউনাইটেড চিফ নীতিশ কুমার,এআইএডিএমকে-র পনিরসেলভাম,শিরোমনি অকালি দলের প্ৰকাশ সিং বাদল প্ৰমুখ উপস্থিত ছিলেন প্ৰধানমন্ত্ৰীর মনোনয়নত্ৰ দাখিলের সময়। এর আগে শহরে একটি রোড শোও করেন মোদি। উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ ওই শোয়ে অংশ নেন।

হাই প্ৰফাইল এই কেন্দ্ৰে মোদি,কংগ্ৰেসের অজয় রায় ও সমাজবাদী পার্টির শালিনী যাদবের মধ্যে ত্ৰিমুখী লড়াই হবে। বারাণসীতে নির্বাচন হচ্ছে ১৯ মে।

২০১৪ সালের নির্বাচনে মোদি এই আসনে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে ব্যাপক ভোটে পরাস্ত করেছিলেন।

লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয়বার মনোনয়নপত্ৰ দাখিলের ঠিক একদিন আগে বৃহস্পতিবার বারাণসীতে জনারণ্যের মধ্যেই বিশাল রোড শো করেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। রোডশোতে প্ৰধানমন্ত্ৰীকে ঘিরে মানুষের ঢল নামে। মোদির পরনে ছিল গেরুয়া রঙের কুর্তা ও অঙ্গবস্ত্ৰ। দুঘণ্টা দেরিতে রোড শো শুরু হলেও মানুষের উৎসাহ-আনন্দে এতটুকুও ভাটার টান পড়েনি। মোদি তাঁর যাত্ৰা শুরু করেন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়(বিএইচইউ)চত্বর থেকে। ওখানে তিনি পণ্ডিত মদনমোহন মালব্যের প্ৰতিমূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্ৰদ্ধা জানান।

বারাণসীর পুরনো মন্দির ও ঘাট যেমন আসি,বাদিনী সোনাপুরা,মদনপুরা,জনগমবাড়ি এবং গডউলিয়া হয়ে রোড শো এগিয়ে যায় এবং শেষ হয় দাশ্বামেধ ঘটে গিয়ে। দাশ্বামেধ ঘাটে পূজা দেন মোদি এবং গঙ্গা পূজনে উপস্থিত থাকেন। ওখানে গঙ্গা আরতিতে অংশ নেন। প্ৰতিদিনই সন্ধে ৬.৫০ নাগাদ ওখানে গঙ্গা আরতি হয়ে থাকে। তবে এদিন গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরে।

রোড শো শুরু হওয়ার কিছুক্ষণ আগে টুইটযোগে মানুষের উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্ৰকাশ করেন মোদি। পবিত্ৰ শহরের বুক দিয়ে কনভয় এগিয়ে যায়। বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ,কেন্দ্ৰীয় মন্ত্ৰী,উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ সহ শীর্ষ দলীয় নেতারা রোড শোতে অংশ নেন। শহরের পুরনো রামলীলার শিল্পীরাও ও রামলীলা কমিটির মৌনিবাবা রোড শোতে ছিলেন। কমিটির ম্যানেজার বিক্ৰম ভরদ্বাজ বলেন,রামায়ণের হনুমান,অঙ্গন,নীল,নল ও বানর সেনার বেশে অনেকে ছিল মোদির সঙ্গে। রোড শোয়ে অংশগ্ৰহণকারী জনতা মোদি পিওর হ্যায়,বাকি সব চোর হ্যায় এবং হর জাগা মোদিকা ডঙ্কা,হার গেয়ি প্ৰিয়ঙ্কা’ ইত্যাদি শ্লোগান দিয়ে কাঁপিয়ে তোলেন বারাণসীর আকাশ বাতাস। পুষ্প বৃষ্টি করা হয় মোদির ওপর। এদিকে কংগ্ৰেস বারাণসী কেন্দ্ৰে প্ৰিয়ঙ্কা গান্ধী ভদ্ৰাকে প্ৰার্থী করার কথা ছিল যদিও মোদির শো দেখে তারা সমস্ত জল্পনা কল্পনা তাকে তুলে ওই কেন্দ্ৰে অজয় রায়কে দলের প্ৰার্থী ঘোষণা করে। এসপি-বিএসপি জোটও এই কেন্দ্ৰে দুর্বল প্ৰার্থী দিয়েছে। বারাণসীতে শেষ দফায় অর্থাৎ ১৯ মে ভোট হবে।

Next Story
সংবাদ শিরোনাম