বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ জঙ্গি

বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ জঙ্গি
Published on

স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে জম্মু কাশ্মীরের বারামুল্লায় এক সংঘর্ষে ৫ জঙ্গিকে গুলিতে উড়িয়ে দিয়ে সন্ত্ৰাসবাদী সংগঠনগুলির মনোবল ভাঙতে সফল হল ভারতীয় নিরাপত্তারক্ষীরা।

সন্ত্ৰাসীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর এই অভিযান শুরু হয় বুধবার রাতে। রাতভর গোলাগুলির ঘটনা চলে বৃহস্পতিবার সকাল অবধি। সারা রাতের সংঘর্ষে মারা যায় চার জঙ্গি। আজ সকালে আরও এক সন্ত্ৰাসী প্ৰাণ হারায় নিরাপত্তারক্ষীদের গুলিতে। স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে পাক মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্ৰবেশ রুখতে ভারতীয় সেনারা অভিযান জোরদার করে তুলেছে। উল্লেখ করা যেতে পারে গত ৪ আগস্ট কাশ্মীরের সোপিয়ান জেলার কিলোরা গ্ৰামে এক সংঘর্ষে সেনারা এক লস্কর সহ ৫ জঙ্গিকে গুলিতে উড়িয়ে দিয়েছিল।

এরপর ৬ আগস্টে জম্মু ও কাশ্মীর পুলিশ অনন্তনাগ এলাকা থেকে জৈশ-ই-মহম্মদের এক জঙ্গিকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।

বিশেষ বাহিনী এই সময়ে প্ৰচুর আপত্তিজনক সামগ্ৰী বিশেষ করে প্লাস্টিক বিস্ফোরক,জিলেটিন স্টিক,ডিটোনেটর,ইত্যাদি উদ্ধার করতে সক্ষম হয়। ভারতের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করতে জঙ্গিরা এগুলো সঞ্চয় করেছিল বলে গোয়েন্দারা মনে করেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com