Begin typing your search above and press return to search.
বিজু ফুকন পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিষ্ণু খারঘরিয়া

গুয়াহাটিঃ রাজ্যের বিশিষ্ট অভিনেতা বিষ্ণু খারঘরিয়া ২০১৯ সালে বিজু ফুকন পুরস্কার পাচ্ছেন। রাজ্য সরকারের সাংস্কৃতিক বিভাগ খারঘরিয়াকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। আগামি ১৮ ফেব্ৰুয়ারি চলচ্চিত্ৰ অভিনেতা বিজু ফুকনের ৭২তম জন্মদিনে ডিব্ৰুগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে খারঘরিয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। খারঘরিয়া শিশু চরিত্ৰের মাধ্যমেই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। সিনেমা ছাড়াও বিভিন্ন ভ্ৰাম্যমাণ থিয়েটারেও তিনি অভিনয় করেছেন। ‘সাগরলৈ বহুদূর’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য তিনি এর আগে জাতীয় চলচ্চিত্ৰ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
ডিব্ৰুগড়ে এক অনুষ্ঠানে খারঘরিয়ার হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ রামেশ্বর তেলিও। পুরস্কার হিসেবে দুই লক্ষ টাকা,একটি মানপত্ৰ ও একটি অঙ্গবস্ত্ৰ দেওয়া হবে।
Next Story