বিজেপির সঙ্গে আঁতাত নয়,পঞ্চায়েত ভোটে একাই লড়বে অগপঃ অতুল বরা

বিজেপির সঙ্গে আঁতাত নয়,পঞ্চায়েত ভোটে একাই লড়বে অগপঃ অতুল বরা
Published on

জয়সাগরঃ ‘অসম আন্দোলনে শহিদের রক্ত থেকে জন্ম নিয়েছিল আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদ(অগপ)এবং তাই দলীয় নেতা ও তৃণমূল কর্মীদের রাজ্যের মানুষ ও এই মাটির প্ৰতি দায়িত্ব রয়েছে। আমরা এমন কিছু করবো না যা এই মাটি ও অসমিয়া জাতির অস্তিত্বে হুমকির সৃষ্টি করে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অগপ একাই লড়বে এবং ভোটারদের মুখোমুখি হবে। আমরা শাসক বিজেপির সঙ্গে আঁতাতে যাচ্ছি না। বিজেপি-র সঙ্গে আদর্শগত দিক থেকে অগপ-র যথেষ্ট পার্থক্য রয়েছে। তবে পূর্বের নির্বাচন জিততে এবং কংগ্ৰেসকে হারাতেই আমরা বিজেপি-র সঙ্গে সমঝোতা করেছিলাম এবং সেই অনু্যায়ী সোনোয়াল সরকারের অংশ হয়েছি’-রবিবার আমগুড়ির পাবলিক ফিল্ডে দলের ৩৪তম প্ৰতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করে কথাগুলি বলেন অগপ সভাপতি তথা কৃষিমন্ত্ৰী অতুল বরা।

অগপর আমগুড়ি(শিবসাগর)আঞ্চলিক কমিটি এই প্ৰতিষ্ঠা দিবসের আয়োজন করেছিল। রাজ্যের জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত,খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,সাংসদ বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন আমগুড়ি শহরে একটি বর্ণাঢ্য মিছিলও বের করা হয়। শহিদ তর্পণ করেন প্ৰফুল্ল কুমার মহন্ত,কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরী। মহন্ত বলেন,বিজেপি একটা লুকনো এজেন্ডা নিয়েছে এবং তারা যে পদ্ধতিতে কাজ করছে তা অসমের স্থানীয় মানুষের ক্ষেত্ৰে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com