Begin typing your search above and press return to search.

বিজেপি একাই অসমে ১০টি আসনে জিতবেঃ রাম মাধব

বিজেপি একাই অসমে ১০টি আসনে জিতবেঃ রাম মাধব

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 April 2019 7:26 AM GMT

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)জাতীয় সম্পাদক তথা উত্তরপূর্বের দায়িত্বপ্ৰাপ্ত রাম মাধব বলেছেন,তাঁর দল ২০১৪-র লোকসভা নির্বাচনের চেয়েও এবার অসমে আরও ভালো পারফরম্যান্স করছে এবং দল একাই নিদেনপক্ষে ১০টি আসনে জিতবে।

বিজেপি এরাজ্যে ১০টি লোকসভা আসনে নিজস্ব প্ৰার্থী দিয়েছে। শরিক দল অগপকে তিনটি এবং বিপিএফকে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। শুক্ৰবার গুয়াহাটির অটলবিহারী বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন মাধব। তিনি বলেন,এটা সম্ভব হচ্ছে এজন্যই যে,মানুষ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্ব দেখেছেম,দেখেছেন তাঁর পারফরম্যান্স ও রিপোর্ট কার্ড। অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের উন্নয়নে গত পাঁচটা বছর অক্লান্ত পরিশ্ৰম করেছেন প্ৰধানমন্ত্ৰী। ‘আমাদের দৃঢ় আস্থা রয়েছে যে আমাদের রিপোর্ট কার্ড দলের পক্ষেই কথা বলবে’।

মাধব আরও বলেন,কংগ্ৰেস মানুষের দরবারে সাফল্যের কোনও নজিরই তুলে ধরতে পারেনি। উত্তর পূর্বাঞ্চল এখন কংগ্ৰেস মুক্ত হয়েছে। এই অঞ্চলে শরিক জোটের সঙ্গে আমাদের ছটি সরকার রয়েছে। ‘কংগ্ৰেসের যে সব নেতা দেশের অন্যান্য স্থানে প্ৰত্যাখ্যাত হয়েছেন তারাই অসমে এসে ভোট চাইছেন। অসমের মানুষ এটা বুঝে গেছেন যে প্ৰকৃতপক্ষে এরা কারা’।

অসমের অনুপ্ৰবেশ সমস্যা সম্পর্কে মাধব বলেন,রাজ্যে অনুপ্ৰবেশ রুখতে কংগ্ৰেস কিছুই করেনি। ১৯৬৭ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান(বর্তমান বাংলাদেশ)থেকে যারা অসমে অনুপ্ৰবেশ করেছিল তাদের ঠেকাতে ওই সময় তদানীন্তন কংগ্ৰেস সরকার উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন,কংগ্ৰেস সরকার এনআরসি নবায়নের কাজ শুরু করেছিল ঠিকই কিন্তু মাঝপথে তারা থেমে যায়।

কিন্তু সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার সুপ্ৰিমকোর্টের বিশেষ তত্ত্বাবধানে এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ার কাজ শুরু করে-বলেন তিনি। মাধবের মতে,অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে কংগ্ৰেসকে কখনোই কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। অসম এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের ভাষা,সাহিত্য ও সংস্কৃতির সুরক্ষা,সংরক্ষণ ও উন্নয়নই হচ্ছে বিজেপি সরকারের চরম লক্ষ্য-উল্লেখ করেন মাধব।

Next Story
সংবাদ শিরোনাম