
গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সভাপতি অমিত শাহ সোমবার বলেছেন,বিজেপি প্ৰার্থী জয়া প্ৰদা সম্পর্কে অশালীন বিবৃতি দেওয়ার জন্য সমাজবাদী পার্টির নেতা আজম খানের ক্ষমা চাওয়া উচিত। শাহর মতে,খান শুধু বিজেপি প্ৰার্থী জয়া প্ৰদাকে নয়,দেশের কোটি কোটি মহিলাকে অপমাণ করেছেন। বিজেপি সভাপতি বলেন,‘আজম খান বিজেপি প্ৰার্থী জয়া প্ৰদা সম্পর্কে যে ন্যক্কারজনক মন্তব্য করেছেন তা পুরো মাতৃশক্তির ক্ষেত্ৰে অপমানজনক। খানের এই বিবৃতির আমরা একযোগে প্ৰতিবাদ জানাচ্ছি।’ শাহ বলেন,খানের এই বিবৃতি শুধু জয়ার বিরুদ্ধেই নয়,এটা দেশের কোটি কোটি মহিলাকে অপমানের সমতুল্য।
শাহ আরও বলেন,খান যে বিবৃতি দিয়েছেন সমাজবাদী পার্টির(এসপি)সুপ্ৰিমো মায়াবতী এবং কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী ওই বিবৃতি মেনে নিয়েছেন কিনা সে ব্যাপারে তাঁদের জবাব দেওয়া উচিত। ‘আমি এসপি,বিএসপি এবং খানকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি এবং খানের দেশের কোটি কোটি মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত’।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের উপস্থিতিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে খান জয়া প্ৰদা সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন।
এসপি নেতা ওই সমাবেশে বলেছিলেন আমিই জয়া প্ৰদাকে রামপুরে এনেছিলাম। আপনারাই সাক্ষী রয়েছেন যে আমি কাউকে তাঁর শরীর স্পর্শ করার সু্যোগ দেইনি। জয়ার প্ৰকৃত স্বরূপ চিনতে ১৭ বছর সময় লেগেছে,কিন্তু আমি মাত্ৰ ১৭ দিনেই তাকে চিনতে পেরেছি’।
এসপি নেতা আরও বলেছেন,তিনি কারো নাম উল্লেখ করতে চান না এবং বলেন,তাঁর বিবৃতি যদি মিথ্যে প্ৰমাণিত হয় তাহলে চলতি নির্বাচনী প্ৰক্ৰিয়া থেকে তিনি নিজের নাম প্ৰত্যাহার করে নেবেন।
বিজেপি প্ৰার্থী জয়া প্ৰদা এর আগে সমাজবাদী পার্টির আইন প্ৰণেতা হিসেবে রামপুর কেন্দ্ৰের প্ৰতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এখন ওই একই কেন্দ্ৰ থেকে জয়া বিজেপির প্ৰার্থী হিসেবে লড়ছেন।