
তামিলনাডুর তুতিকোরিন বিমানবন্দরে সোমবার বিজেপি-র রাজ্য সভাপতি তামিলিসাই সুন্দরারাজনের সম্মুখে বিজেপি বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্ৰেপ্তার করা হয়। কানাডায় অধ্যয়নরত একজন ভারতীয় রিসার্স স্কলার লুইস সোফিয়া(২৮)এবং মি. সুন্দরাজন একই বিমানে তুতিকোরিন আসছিলেন। ওই সময়ই বিমানের মধ্যে সোফিয়া বিজেপি-র বিরুদ্ধে সভাপতির সামনে পুঁজিবাদী সরকারের পতন হোক বলে শ্লোগান দেন। ‘মোদি-বিজেপি-আরএসএস পুঁজিবাদী সরকার নিপাত যাক’ ইত্যাদি শ্লোগান দেন ছাত্ৰীটি। ধৃত ছাত্ৰীটিকে ১৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সোফিয়ার ওই শ্লোগানে রাজ্য বিজেপি সভাপতি সুন্দরারাজন নিজের মেজাজ ধরে রাখতে না পেরে মেয়েটির সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হন। জনগণের শান্তিভঙ্গের অভিযোগে তামিলনাডু পুলিশ সোফিয়াকে গ্ৰেপ্তার করে। এই খবর কানে আসার পর ডিএমকে প্ৰধান এম কে স্ট্যালিন তামিলনাডু সরকারের নিন্দা করে ছাত্ৰীটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আর্জি জানান এক টুইটের মাধ্যমে।