গুয়াহাটিঃ বিজেপি সভাপতি অমিত শাহ রবিবার ঘোষণা করেছেন,দেশের আসন্ন লোকসভা নির্বাচনে দলের ইস্তহারে নাগরিকত্ব(সংশোধনী)বিলকে(ক্যাব)অন্যতম এজেন্ডা হিসেবে ঠাঁই দেওয়া হবে। শাহ আরও উল্লেখ করেছেন,লোকসভা নির্বাচনের পর বিজেপি সংসদের উভয় সদনে ক্যাব পাস করানোর বিষয়টি সুনিশ্চিত করবে।
‘একমাত্ৰ ক্যাবই এই অঞ্চলের জনবিন্যাসগত কাঠামো পরিবর্তন ঠেকাতে ও অসমের অস্তিত্ব রক্ষা করতে পারবে।
কিন্তু বিরোধী কংগ্ৰেস,অগপ এবং তৃণমূল কংগ্ৰেস বিলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। বিজেপি লোকসভায় ক্যাব পাস করাতে সফল হয়েছ,কিন্তু রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতার অভাবে বিলটি পাস করানো যায়নি’-রবিবার বশিষ্ঠ চারালিতে অসম বিজেপির সদর কার্যালয় স্থাপনে ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে কথাগুলি বলেন শাহ। রাজ্যসভায় ক্যাব পাস না হওয়ায় বিরোধী দলগুলিকে বেশি উৎফুল্লিত না হতে আহ্বান জানান তিনি। বলেন,২০১৯-এর নির্বাচনে মোদি সরকারই ফের ক্ষমতায় আসবে।
‘লোকসভা নির্বাচনের পর রাজ্যসভার সমীকরণও পাল্টে যাবে। তখন অনায়াসে আমরা ক্যাব পাস করিয়ে নিতে পারবো। ক্যাব হচ্ছে আমাদের জাতীয় প্ৰতিশ্ৰুতি এবং আমরা তা পূরণ করবোই’-শাহ উল্লেখ করেন।