Begin typing your search above and press return to search.

বিজেপি সরকারের কাছে হিসেব চাইল অসম প্ৰদেশ কংগ্ৰেস

বিজেপি সরকারের কাছে হিসেব চাইল অসম প্ৰদেশ কংগ্ৰেস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Aug 2018 10:55 AM GMT

গুয়াহাটিঃ সারা ভারত কংগ্ৰেস কমিটির(এআইসিসি)নেতা তথা প্ৰদেশ কংগ্ৰেসের দায়িত্বপ্ৰাপ্ত হরিশ রাওয়াত পাঁচ দিনের রাজ্য সফরে রবিবার এখানে এসেছেন। গুয়াহাটির শহরতলি আজারায় প্ৰদেশ কংগ্ৰেসের এক বৈঠকে মিলিত হন তিনি। বিজেপি সরকার ‘হিসেবে দিক উত্তর দিক’ কর্মসূচি নিয়ে অসম প্ৰদেশ কংগ্ৰেস এই বৈঠক ডাকে। পাঁচ দিনের রাজ্য সফরকালে রাওয়াত আসন্ন লোকসভা নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখে দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিন আজারার বৈঠকে রাওয়াত কেন্দ্ৰের সাড়ে চার বছর বয়সী বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। তিনি প্ৰশ্ন তোলেন গত সাড়ে চার বছরে কেন্দ্ৰের বিজেপি সরকার কী করেছে মানুষ অবশ্যই তা জানতে চাইবেন। ‘অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারও দুবছরের বেশি সময় কাটিয়ে ফেলেছে কিন্তু জনগণকে দেওয়া একটা প্ৰতিশ্ৰুতিও তারা পূর্ণ করেনি’-বলেন রাওয়াত।

এদিন কংগ্ৰেসের এই সভায় ‘বিজেপি সরকার হিসেবে দিক-উত্তর দিক’ নামে একটি প্ৰচার পুস্তিকাও উন্মোচন করা হয়। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা ছাড়াও বিরোধী নেতা দেবব্ৰত শইকিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। বিরোধী দলটি ২৭ আগস্ট হাজোতে অনুরূপ বৈঠকের আয়োজন করেছে। বৈঠক হবে অন্যান্য আরও কয়েকটি জায়গায়ও।

Next Story