Begin typing your search above and press return to search.

বিজেপি সরকার অসমের সঙ্গে প্ৰতারণা করেছেঃ অজাযুছাপ

বিজেপি সরকার অসমের সঙ্গে প্ৰতারণা করেছেঃ অজাযুছাপ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Jan 2019 1:17 PM GMT

গুয়াহাটিঃ বিদেশি নাগরিক ইস্যু নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার অসমের ভূমিপুত্ৰদের সঙ্গে প্ৰতারণা করেছে। একথা বলেছে,অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(অজা্যুছাপ)। শিলচরের রামনগরে শুক্ৰবার বিজেপি-র বিশাল সংকল্প সমাবেশে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সংসদে পাস করার প্ৰস্তুতি নেওয়া হচ্ছে বলে যে অভয় দিয়েছেন তারই প্ৰতিক্ৰিয়া স্বরূপ জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ এই অভিমত ব্যক্ত করে।

অজা্যুছাপ-এর সাধারণ সম্পাদক পলাশ চাংমাই দ্য সেন্টিনেলকে বলেন,২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় মোদি বলেছিলেন বিজেপি কেন্দ্ৰের ক্ষমতায় এলে সব বাংলাদেশিদের তল্পিতল্পা গুটিয়ে অসম থেকে চলে যেতে হবে। কিন্তু প্ৰধানমন্ত্ৰী হওয়ার পর মোদি এখন অসমে বাংলাদেশিদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছেন বলে চাংমাই উল্লেখ করেন।

অসমের ভূমিপুত্ৰদের ব্যাপারে বিজেপি-র যে কোনও মাথাব্যথা নেই প্ৰধানমন্ত্ৰীর মন্তব্যে নিঃসন্দেহে সেটাই প্ৰমাণিত হলো –বলেন তিনি। চাংমাই আরও বলেন,সরকার অসমের সঙ্গে রীতিমতো প্ৰতারণা করেছে। নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে রাজ্যে যখন দল,সংগঠনগুলি দুর্বার আন্দোলন চালাচ্ছে সে সময়ে যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)জাতিধ্বংসী ওই বিতর্কিত বিল নিয়ে তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। এখন গোদের ওপর বিষফোঁড়ার মতো খোদ প্ৰধানমন্ত্ৰী বলেছেন,নাগরিকত্ব বিল সংসদে পাস করতে কেন্দ্ৰ ব্যবস্থা নিচ্ছে। ‘অসমের সমস্যা সমাধানের পরিবর্তে বিজেপি উল্টে রাজ্যের জন্য নতুন সমস্যার সৃষ্টি করছে’-বলেন জাতীয়তাবাদী যুব পরিষদের নেতা।

চাংমাই আরও বলেন,‘সরকারের এই সিদ্ধান্তে আমরা অলস বসে থাকবো না। আমরা বিজেপি-র বিরুদ্ধে পথে নামতে প্ৰস্তুত। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সব মানুষকে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে আমরা আবেদন জানাচ্ছি’।

Next Story