
রেললাইনে দাঁড়িয়ে বিজয়া দশমীর দিন রাবণ দহনের পালা দেখতে গিয়ে রেলের চাকায় পিষ্ট হলেন অর্ধ শতাধিক মানুষ। মর্মান্তিক ঘটনাটি ঘটে পঞ্জাবের অমৃতসর শহরের চৌরা বাজার এলাকায়। রাবণ পোড়ানো দেখতে গিয়ে মানুষ এতোটাই বিভোর ছিলেন যে আতশবাজির শব্দের জন্য তারা দ্ৰুতগামী ট্ৰেন আসার সঙ্কেতই পাননি। ওই ট্ৰেন প্ৰায় ৬০ জনকে পিষে নিয়ে যায়। দুর্ঘটনায় নিহতদের প্ৰত্যেক পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা এককালীন সাহায্য ঘোষণা করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি।
ওদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্ৰী অমরিন্দর সিং নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা সাহা্য্যের কথা ঘোষণা করেছেন।