বিটিএডিতে হিন্দু বাংলাদেশিদের আশ্ৰয় দেওয়ার প্ৰশ্নই ওঠে নাঃ প্ৰমীলা

গুয়াহাটিঃ অবৈধভাবে ভারতে কোনও হিন্দু বাংলাদেশিকে বিটিএডি অঞ্চলে আশ্ৰয় দেওয়া হবে না। রাজ্যের সমাজ কল্যাণমন্ত্ৰী প্ৰমীলারানি ব্ৰহ্ম একথা খোলসা করে জানিয়ে দিয়েছেন। বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ‘নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বিটিএডিতে কোনও প্ৰভাব ফেলবে না। বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা হিন্দু বাংলাদেশির বোঝা আমাদের কাঁধে কেউ চাপিয়ে দিতে পারবে না। কেউ যদি এমন চেষ্টা করে তাহলে আমরা ওই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’
রাজ্যের শাসক জোট থেকে অসম গণ পরিষদ(অগপ)দলের বেরিয়ে আসা সম্পর্কে ব্ৰহ্ম বলেন,‘আমি অগপ-র ওই সিদ্ধান্তকে শ্ৰদ্ধা জানাচ্ছি’। রাজ্যের মানুষের স্বার্থে দীর্ঘ ছয় বছর অসম আন্দোলনের পরিণতিতেই অগপ দলের জন্ম হয়েছিল। তাই রাজ্যের খিলঞ্জিয়া মানুষের স্বার্থ রক্ষায় অগপ নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। অগপ সঠিক সময়ে যথার্থ সিদ্ধান্তই নিয়েছে বলে মনে করেন প্ৰমীলা রানি।