Begin typing your search above and press return to search.

বিদেশিদের জন্য স্থায়ী ডিটেনশন ক্যাম্প শীঘ্ৰ স্থাপনে দিশপুরকে নির্দেশ সুপ্ৰিম কোর্টের

বিদেশিদের জন্য স্থায়ী ডিটেনশন ক্যাম্প শীঘ্ৰ স্থাপনে দিশপুরকে নির্দেশ সুপ্ৰিম কোর্টের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Sep 2018 11:41 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে বিদেশি নাগরিকদের জন্য স্থায়ী ডিটেনশন ক্যাম্প নির্মাণ প্ৰক্ৰিয়া ক্ষিপ্ৰতর করতে সুপ্ৰিমকোর্ট অসম সরকারকে নির্দেশ দিয়েছে। এদিকে অসম সরকার স্থায়ী ডিটেনশন ক্যাম্প নির্মাণের জন্য গোয়ালপাড়া জেলায় ২০ বিঘা জমি সংরক্ষিত রেখেছে,রাজ্যে এধরনের ক্যাম্প হবে এটাই প্ৰথম। কেন্দ্ৰীয় সরকার এই উদ্দেশ্যে ৪৬.৫১ কোটি টাকা মঞ্জুর করেছে। টাকা হাতে পেলেই এব্যাপারে রাজ্য সরকার কাজ শুরু করবে। গুয়াহাটি থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়ার মাটিয়ায় এই স্থায়ী ডিটেনশন ক্যাম্প স্থাপন করা হবে। এই ক্যাম্পে প্ৰায় ৩ হাজার লোকের আশ্ৰয়ের ব্যবস্থা থাকবে। নতুন ক্যাম্পে আবাসিকদের জন্য থাকবে কোয়ার্টারের মতো সু্যোগ সুবিধা।

বিচারপতি মদন বি লকুর এবং বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গঠিত বেঞ্চ গত ১২ সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা প্ৰকাশ করে। বিদেশি নাগরিকদের আটকে রাখার জন্য স্থায়ী ডিটেনশন ক্যাম্প নির্মাণ করতে কেন্দ্ৰ রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও দেশের কোনও রাজ্য সরকার স্থায়ী ডিটেনশন ক্যাম্প নির্মাণ না করায় বিস্ময় প্ৰকাশ করেছে সুপ্ৰিমকোর্ট। ভারত সরকার ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর এব্যাপারে সব রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল। অবৈধ অনুপ্ৰবেশ,বিদেশি নাগরিকদের অবাধ চলাচল রুখতে ডিটেনশন সেন্টার,হোল্ডিং সেন্টার/ক্যাম্প স্থাপন করতে রাজ্যগুলিকে বলা হয়েছিল। কিন্তু বেঞ্চ লক্ষ্য করেছে,কোনও রাজ্য সরকারই এধরনের ক্যাম্প স্থাপন করেনি।

Next Story
সংবাদ শিরোনাম