রাজ্যে বিদেশি ট্ৰাইব্যুনালের(এফটি)কিছু সদস্যের অনিয়মের তথ্য ফাঁস হয়েছে।৪নং জুরিয়া,৫নং নগাঁও সদর ট্ৰাইব্যুনালের দায়িত্বে থাকাকালে বিচারপতি অরূপ শর্মা সন্দেহভাজন নাগরিকদের স্বদেশী উল্লেখ করে দেওয়া ২২০টি মামলার রায় হাইকোর্ট খারিজ করে দিয়েছে।এফটি-র উদ্দেশ্য যে ব্যর্থ এটা তারই নজির।শর্মা যে মামলাগুলিতে স্বদেশী-বিদেশির রায় দিয়েছে্ন সেগুলির মধ্যে ১৮৮টি জুরিয়ার ও ৩২টি নগাঁও সদরের।রায়ের প্ৰতিলিপিতে স্বাক্ষর করেননি শর্মা।২২০টি মামলার রায়ের যাবতীয় নথি বাজেয়াপ্ত করতে কোর্ট দিশপুরকে নির্দেশ দিয়েছে।