Begin typing your search above and press return to search.

বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু ঠেকাতে কাজিরঙায় কভার কনডাক্টরস বসাচ্ছে এপিডিসিএল

বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু ঠেকাতে কাজিরঙায় কভার কনডাক্টরস বসাচ্ছে এপিডিসিএল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Sep 2018 10:25 AM GMT

গুয়াহাটিঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু ঠেকাতে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড(এপিডিসিএল)কাজিরঙা জাতীয় উদ্যান বরাবর বিদ্যুৎ সরবরাহে কভার্ড কনডাক্টরস স্থাপনের একটি প্ৰকল্প হাতে নিয়েছে।

‘বিদ্যুৎ বিতরণ এবং সরবরাহ ব্যবস্থায় আধুনিকীকরণে এপিডিসিএল-এর উচ্চাশামূলক প্ৰকল্পের অংশ হিসেবে কোম্পানি কাজিরঙা জাতীয় উদ্যানের এলিফেন্ট করিডরগুলিতে কভার্ড কনডাক্টরস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১১ কিলোমিটার পথে দুটো পাওয়ার ফিডার কভার কনডাক্টরসের মাধ্যমে ঢেকে দেওয়া হবে’। রাজ্যের বিদ্যুৎমন্ত্ৰী তপন কুমার গগৈ সম্প্ৰতি দ্য সেন্টিনেলকে একথা বলেছেন। এপিডিসিএল-এর জনৈক কর্মকর্তা বলেন,কভার কনডাক্টরসগুলি তার দিয়ে তৈরি তবে এগুলো অনেকগুলি লেয়ারে ঢাকা,অনেকটা আর্মারড ওয়ারের মতো। এধরনের কনডাক্টরগুলি দীর্ঘদিন টেকে এবং লিকেজের কোনও শঙ্কা নেই। তাছাড়া ঝড়ো বাতাস ও ঝড় বৃষ্টিতে নষ্ট হয় না এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়। তবে এজাতীয় কভার কনডারক্টরস বসাতে খরচের অঙ্ক অত্যন্ত বেশি। ‘আমরা কাজিরঙার হাতিখুলি(কহরা সাব স্টেশন)থেকে ১১ কিমি পথে এই প্ৰথম কভার কনডারক্টরস স্থাপন করছি’-বলেন কর্মকর্তাটি।

Next Story