রাজ্যের খবর
বিদ্যুৎ সমস্যা,ডিমৌর কার্যালয় ঘেরাও এএএসএএ-র
ডিমৌঃ সারা অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার(এএএসএএ )ডিমৌ কমিটি চা বাগানে বিদুৎ সমস্যার প্ৰতিবাদে বৃহস্পতিবার এখানে বিদ্যুৎ সাব ডিভিশনের অফিস ঘেরাও করে। তাঁরা সার্কল অফিসারের কাছে একটি স্মারকপত্ৰে বলেছে নিয়মিত বিদ্যুৎ বিল দেওয়া সত্বেও সাব ডিভিশন মোটা টাকার এভারেজ বিল পাঠিয়েছে।

