বিদ্ৰোহীদের বয়কটের ডাক সত্ত্বেও স্বাধীনতা দিবস পালন করছে অসম

গুয়াহাটিঃ বিদ্ৰোহী সংগঠনগুলি বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও অসম ৭২তম স্বাধীনতা দিবস পালনের প্ৰস্তুতিপর্ব গুটিয়ে এনেছে। রাজ্যের সর্বত্ৰ নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তুলেছে প্ৰশাসন। সমস্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্ৰগুলিতে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজ্যে নাগরিক পঞ্জির(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়া চলায় এমনিতেই কেন্দ্ৰীয় সশস্ত্ৰ বাহিনী(সিএপিএফ)মোতায়েন রয়েছে। সরকারি কার্যালয়,গুরুত্বপূর্ণ সেতু,তেল শোধনাগার সহ সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবেই রাজ্যে ঢুকে নাশকতা চালাতে না পারে তারজন্য নদীপথেও টহলদারি চলছে। দিশপুর ইতিমধ্যেই কোন মন্ত্ৰী কোথায় জাতীয় পতাকা তুলবেন তার দায়িত্বও সমঝে দিয়েছে।
গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারির মাঠে আগামিকাল সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন স্বয়ং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। বরপেটায় পতাকা তুলবেন শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য। গোলাঘাটে পতাকা তুলবেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। নলবাড়িতে অতুল বরা,শিবসাগরে কেশব মহন্ত,শোণিতপুরে চন্দন ব্ৰহ্ম,ডিব্ৰুগড়ে রিহন দৈমারি,লখিমপুরে প্ৰমীলা রানি ব্ৰহ্ম,মরিগাঁওয়ে সুম রংহাং,শিলচরে পল্লব লোচন দাস,ধুবড়িতে ভবেশ কলিতা জাতীয় পতাকা উত্তোলন করবেন। এছাড়াও হোজাইয়ে পীযূষ হাজরিকা,যোরহাটে তপন কুমার গগৈ,করিমগঞ্জে পরিমল শুক্লবৈদ্য,নগাঁওয়ে রঞ্জিৎ দত্ত,গোয়ালপাড়ায় ফণীভূষণ চৌধুরী ও তিনসুকিয়ায় নবকুমার দোলের ওপর জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব অর্পন করা হয়েছে।