বিধানসভায় যথার্থ তথ্য পেশ করতে মন্ত্ৰীদের বললেন অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী

বিধানসভায় যথার্থ তথ্য পেশ করতে মন্ত্ৰীদের বললেন অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী
Published on

গুয়াহাটিঃ অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী বিধানসভায় বেশকিছু মন্ত্ৰী বিধায়কদের উত্থাপিত বিভিন্ন ইস্যু ও প্ৰশ্নের অসম্পূর্ণ,অবান্তর ও ভুল তথ্য দেওয়ায় শুক্ৰবার উদ্বেগ প্ৰকাশ করেন। গোস্বামী নিজেই একজন বিশিষ্ট আইনজীবী এবং অভিজ্ঞ আইন প্ৰণেতা। তিনি বলেন,গণতন্ত্ৰে বিধানসভা হচ্ছে একটা সম্মানজনক প্ৰতিষ্ঠান এবং সেই হেতু এধরনের মঞ্চে সঠিক ও যথার্থ তথ্য পেশ করার সময় প্ৰত্যেকেরই সতর্ক হওয়া উচিত।

গোস্বামী বলেন,মন্ত্ৰীরা বিধানসভায় যে সব তথ্য দিচ্ছেন তাতে কিছু বিধায়ক মোটেই সন্তুষ্ট নন। ‘এই সমস্ত বিধায়করা এধরনের ইস্যু নিয়ে আমার কাছে অভিযোগ করেছেন। বিধায়কদের কিছু অভিযোগ অত্যন্ত ন্যায্য। সে জন্যই তথ্য পেশ করার ব্যাপারে মন্ত্ৰীরা নিজেকে সংশোধন করা উচিত’-বলেন গোস্বামী। অধ্যক্ষ এটা লক্ষ্য করেছেন যে বিধানসভায় ভুল তথ্য পেশ করা গণতন্ত্ৰের পরিপন্থী। তাই গোস্বামী মন্ত্ৰীদের যেকোনও ইস্যুতে সংশ্লিষ্ট আধিকারিক ও বিভাগের সঙ্গে আলোচনা করে তথ্য পেশ করার আহ্বান জানান। এমনটা করা হলে বিধায়করা শুদ্ধ এবং সুসংহত তথ্য পেতে সক্ষম হবেন। গোস্বামী ক্ষোভের সুরে বলেন,ভুল এবং অসম্পূর্ণ তথ্য পেশ করা হলে জনগণের কাছেও ভুল বার্তা পৌঁছবে। কারণ বিধানসভার কাজকর্ম সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com