বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় ডিএমকে-র সভাপতি নর্বাচিত এম কে স্ট্যালিন

চেন্নাইঃ চেন্নাইয়ে মঙ্গলবার দ্ৰাবিড় মুন্নেত্ৰা কাজাগম(ডিএমকে)-এর সাধারণ পরিষদের বৈঠকে এম কে স্ট্যালিন বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। ৬৫ বছর বয়সী স্ট্যালিন দেশের একটি পুরনো রাজনৈতিক দলের দ্বিতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। এর আগে তাঁর প্ৰয়াত পিতা তথা তামিলনাডুর পাঁচ বারের মুখ্যমন্ত্ৰী এম করুণানিধি ৪৯ বছর ওই পদে বহাল ছিলেন। গত ৭ আগস্ট করুণানিধির মৃত্যু হওয়ায় দলের সভাপতি পদে নির্বাচন অনিবার্য হয়ে দাঁড়ায়।
ডিএমকে-র সাধারণ সম্পাদক কে আনবাজহাগান বলেন,দলের ১৩০৭ জন কর্মকর্তা স্ট্যালিনের প্ৰার্থিত্বের প্ৰতি সমর্থন জানিয়েছেন। প্ৰবীণ নেতা দুরাইমুরুগান বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় দলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সাধারণ পরিষদ নির্বাচনী ফলাফল ঘোষণার আগে প্ৰয়াত করুণানিধি,প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ী ,লোকসভার প্ৰাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি,রাষ্ট্ৰপুঞ্জের প্ৰাক্তন জেনারেল সেক্ৰেটারি কফি আন্নানের স্মৃতিতে শোক প্ৰকাশ করে।