Begin typing your search above and press return to search.
বিভিন্ন সংগঠনের প্ৰতিবাদে উত্তপ্ত রহা,২৪ ঘণ্টা টোল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত

বিভিন্ন সংগঠনের ব্যাপক প্ৰতিবাদ ও আন্দোলনের চাপে পড়ে নগাঁও জেলা প্ৰশাসন ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(এনএইচএআই)রবিবার রহা টোল গেট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়ে পড়ে। এই ২৪ ঘণ্টার মধ্যে এনএইচএআই টোলগেট বন্ধ করবে না বহাল রাখবে সেব্যাপারে সিদ্ধান্ত নেবে। টোলগেট ২৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই আন্দোলন প্ৰত্যাহার করে নেয় সংগঠনগুলি। এর আগে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি(কেএমএসএস),অজাযুছাপ,কেএসইউ ও অন্যান্য সংগঠন টোলগেটটি অবৈধ উল্লেখ করে সেটি বন্ধ করার দাবিতে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
Next Story