বিমুদ্ৰাকরণ,কালো টাকা নিয়ে মোদির সমালোচনায় মনমোহন

বিমুদ্ৰাকরণ,কালো টাকা নিয়ে মোদির সমালোচনায় মনমোহন
Published on

অর্থনৈতিক ক্ষেত্ৰে বিভিন্ন ব্যবস্থা গ্ৰহণের প্ৰেক্ষিতে দেশের অর্থনীতি যখন অস্তিত্ব সংকটে ভুগছে সেই সময় প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং মোদি সরকারকেই তুলোধোনা করেন। কালো টাকা,জিএসটি,বিমুদ্ৰাকরণ এবং পদ সৃষ্টি ইত্যাদিই দেশের বর্তমান দুর্বল অর্থনৈতিক অবস্থার জন্য দায়ী বলে উল্লেখ করেন মনমোহন সিং। তিনি বলেন,নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৪ সালে নির্বাচনের প্ৰাক্কালে জনগণকে দেওয়া প্ৰতিশ্ৰুতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুক্ৰবার দিল্লিতে সিনিয়র কংগ্ৰেস নেতা কপিল শিবালের লেখা ‘শেডস অফ ট্ৰুথ এ জার্নি ডিরেলড’ বইটি উন্মোচনকালে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী এই ইস্যুটি নিয়ে মুখ খোলেন। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং বলেন,বিজেপি নেতৃত্বাধীন সরকার সবক্ষেত্ৰেই ব্যর্থ হয়েছে। তাদের নীতিই দেশে অর্থনৈতিক সংকটের জন্য মূলত দায়ী। বিজেপি-র এই নীতির জন্য প্ৰতিবেশী রাষ্ট্ৰের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com