বিরাট কোহলি ফের বিতর্কে জড়িয়ে পড়লেন

বিরাট কোহলি ফের বিতর্কে জড়িয়ে পড়লেন

Published on

কোন ছবি কার ভালো লাগবে, সেটা বলা খুব কঠিন ব্যাপার! কেন না, ভালো লাগা ব্যাপারটাই তো ব্যক্তিনিরপেক্ষ! তাও বিরাট কোহলি যখন জিরো দেখে টুইট মারফত ছবির এবং স্ত্রী অনুষ্কা শর্মার প্রসংসায় পঞ্চমুখ হলেন, দেশ জুড়ে উঠল বিক্ষোভের ঝড়। সবারই বক্তব্য একটাই- যে ছবি শাহরুখ খানের ভক্তরা পর্যন্ত ভালো বলতে পারছেন না, তার এত প্রশংসা বিরাট করেন কী করে!অতএব, সোশ্যাল মিডিয়ার হালফিলের আক্রমণের প্রথা মেনে বিরাটকে পড়তেই হল ট্রোলিংয়ের মুখে। ভেসে এল প্রথমে জীবিকা নিয়ে আক্রমণ- ভাগ্যিস আপনি একজন ক্রিকেট খেলুড়ে, চলচ্চিত্র সমালোচক নন।

যাঁরা জানেন দাম্পত্যে স্বামীদের কেমন মানিয়ে-গুছিয়ে চলতে হয়, তাঁদের একজন আবার একটু সহানুভূতি নিয়ে পাশে দাঁড়ালেন বিরাটের- আহা, বাড়ি গিয়ে খাবারটা তো খেতে হবে। মানে সাফ- প্রশংসা না করলে স্ত্রী খাবার দেবেন না!কিন্তু ব্যঙ্গ যাঁরা করছেন, তাঁদের সবার রুচি তো মধ্যপন্থা মেনে চলে না। অতএব ভেসে এল মন্তব্য- লড়কি কা চক্কর। অর্থাৎ অনুষ্কা যৌনতায় বিরাটকে এতটাই বশ করেছেন যে তাঁর বাহ্যজ্ঞান লোপ পেয়েছে কেউ বা আরও এক ধাপ এগিয়ে অনুষ্কা আর বিরাটের রসায়নকে ব্যাখ্যা করেছেন তিন অক্ষরের গালাগালি দিয়ে। তবে যে যাই বলুক, বিরাট কিছুই গায়ে মাখছেন না। সাধে কী আর তাঁকে ক্যাপ্টেন কুল বলা হয়!

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com