বিরোধিতার মধ্যেও নাগাল্যান্ডের নদীতে বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন বিজেপির

বিরোধিতার মধ্যেও নাগাল্যান্ডের নদীতে বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন বিজেপির
Published on

প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন দেওয়া নিয়ে সোমবার নাগাল্যান্ডে বিরোধী কংগ্ৰেস সহ গির্জা ও বিভিন্ন উপজাতি সংগঠনগুলি তীব্ৰ আপত্তি তোলে। নাগাল্যান্ড রাজ্য কংগ্ৰেস চিতাভস্ম বিসর্জনের প্ৰস্তাবকে রাজ্যের ওপর ‘বিদেশি প্ৰথা’ চাপিয়ে দেওয়ার সমতুল্য বলে বর্ণনা করেছে। কারণ নাগাল্যান্ডের অধিকাংশ মানুষ খ্ৰিস্ট ধর্মাবলম্বী।

রাজ্য বিজেপি রবিবার দয়াং নদীতে চিতাভস্ম বিসর্জন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। পরে মত পাল্টে ডিমাপুরে ধনশিরি নদীতে অটলজির চিতাভস্ম বিসর্জনের সিদ্ধান্ত নেয়। বিসর্জন ইস্যু নিয়ে জোর বিরোধিতা ও আপত্তির পর লোথা উপজাতি সম্প্ৰদায়ের সর্বোচ্চ সংস্থা লোথা হোহো রবিবার এক স্পষ্টীকরণে বলেছে,ওয়াখা এক্তিয়ারভুক্ত এলাকায় তারা চিতাভস্ম বিসর্জন করতে দেবে না। লোহা হোহো-র নেতারা বলেন,বিজেপি রাজ্যের অন্য যেকোনও স্থানে চিতাভস্ম বিসর্জন দিতে পারবে। তবে ওয়াখা এলাকায় চিতাভস্ম বিসর্জন দেওয়া চলবে না।

নাগাল্যান্ড বিজেপির প্ৰধান তেমজেন ইমনা আলং লংকুমার বলেন,বিরোধিতা সত্ত্বেও কারো ভাবাবেগে আঘাত না হেনে বিসর্জন পর্ব যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। এদিকে রাজ্য কংগ্ৰেস বলেছে,বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন দেওয়া নিয়ে বিজেপি এবং তাদের নাগাল্যান্ড শাখা ‘রাজনৈতিক সার্কাস’ শুরু করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com