ধুবড়ি জেলার বিলাসীপাড়ায় দুর্গা পুজো উপলক্ষে অরুণোদয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরিব লোকেদের মধ্যে বস্ত্ৰ বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় বিলাসীপাড়া ডিমাতলা প্ৰাথমিক বিদ্যালয় প্ৰাঙ্গণে আয়োজিত সভায় বিলাসীপাড়া জেলা অরুণোদয় অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ের প্ৰধান শিক্ষিকার উপস্থিতিতে গরিব পুরুষ,মহিলাদের মধ্যে বস্ত্ৰ বিতরণ করেন। অরুণোদয় অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে সংগঠনের কর্মীদের প্ৰশংসনীয় পদক্ষেপের প্ৰশংসা করে তাদের আশীর্বাদ দেন গরিব মহিলারা। এসম্পর্কে অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে স্কুলের প্ৰধান শিক্ষিকা বস্ত্ৰ বিতরণ ও পুজো সম্পর্কে বিস্তারিত বক্তব্য পেশ করেন। সভায় অরুণোদয়ের কর্মকর্তা সহ শতাধিক পুরুষ-মহিলা উপস্থিত ছিলেন।
Begin typing your search above and press return to search.