Begin typing your search above and press return to search.

বিলাসীপাড়ায় মহিলা ফুটবল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত

বিলাসীপাড়ায় মহিলা ফুটবল প্ৰতিযোগিতা অনুষ্ঠিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Oct 2018 12:10 PM GMT

ধুবড়ি জেলার বিলাসীপাড়ায় শালকোচা স্পোর্টস ক্লাবের সৌজন্যে প্ৰতি বছরের মতো এবারও শালকোচা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একদিনের মহিলা ফুটবল প্ৰতিযোগিতা গত ২১ অক্টোবর থেকে শুরু হয়। চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে। চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় ময়নাগুড়ি হাপাপাড়া ক্লাব এবং জয় মা কালী ইসলামারি ক্লাবের মধ্যে। এই ম্যাচে ময়নাগুড়ি ক্লাব ৪-০ গোলের ব্যবধানে জয় মা কালী ক্লাবকে হারিয়ে বিজয়ীর খেতাব অর্জন করে। হাজার হাজার দর্শক নিয়ম শৃঙ্খলা মেনে চূড়ান্ত ম্যাচটি উপভোগ করেন।

খেলোয়াড় প্ৰয়াত বেনুমাধব বরুয়ার স্মৃতিতে এই ফুটবল ম্যাচের প্ৰথম ট্ৰফিটি দিয়েছেন তাঁর বোন প্ৰণীতা বরুয়া ও পরিবারবর্গ। বিজয়ী দলকে নগদ ৫ হাজার টাকা ও ট্ৰফি দেওয়া হয়। দ্বিতীয় স্থানাধিকারী দলকে নগদ ৩ হাজার টাকা ও ট্ৰফি দিয়ে পুরস্কৃত করেন উদ্যোক্তারা। ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সম্পাদক অমৃত বাদসা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন শালকোচা স্পোর্টস ক্লাবের সভাপতি বিটুল বর্মন। সেই সঙ্গে সম্পাদক দিবাকর বর্মন,উপদেষ্টা মণ্ডলি ক্ৰমে সিতুমনি বর্মন,ভাস্কর সিং ও বিলাসীপাড়া যুব কংগ্ৰেসের উপসভাপতি জিয়াউল ইসলাম উপস্থিত থাকেন।

Next Story
সংবাদ শিরোনাম