গুয়াহাটিঃ আসু ও অন্যান্য ২৮টি সংগঠন নাগরিক বিল প্ৰত্যাহারে কেন্দ্ৰকে চাপ দিতে রাজ্য ও রাজ্যের বাইরে একগুচ্ছ আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছে মঙ্গলবার। ২৮ সংগঠনের প্ৰতিনিধিরা আসুর সঙ্গে এক বৈঠকে কেন্দ্ৰীয় সরকার বিল প্ৰত্যাহার না করা অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
Begin typing your search above and press return to search.