বিলের বিরুদ্ধে সমাবেশ,স্বাক্ষর অভিযান চালাচ্ছে অগপ

বিলের বিরুদ্ধে সমাবেশ,স্বাক্ষর অভিযান চালাচ্ছে অগপ
Published on

গুয়াহাটিঃ রাজ্য সরকারের শরিক হওয়া সত্ত্বেও অগপ নাগরিক সংশোধনী বিল রদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বিলের বিরুদ্ধে রাজ্যে গণস্বাক্ষর অভিযান ও মশাল মিছিল করছে। বিভিন্ন বসতি স্থান ও বাড়ি বাড়ি গিয়ে গণস্বক্ষর নিচ্ছে তারা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com