Begin typing your search above and press return to search.
বিল নিয়ে বীরেন সিংকে বোঝাতে ব্যর্থ স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

নয়াদিল্লিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্টরমন্ত্ৰী রাজনাথ সিঙের ডাকা বৈঠকটি অসমাপ্ত অবস্থায় শেষ হয়েছে। এই বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিংকে বিল সম্পর্কে অনেকবার বোঝানোর চেষ্টা করেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। কিন্তু বিতর্কিত বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ জানানো থেকে একচুলও সরে আসেননি বীরেন সিং।
সূত্ৰটির মতে,এই বৈঠকে রাজনাথ বিলটি পাস হলে এর ফলশ্ৰুতি কী দাঁড়াবে সে সম্পর্কে বীরেন সিংকে বুঝিয়ে বললেও তিনি তাঁর অবস্থানে গো ধরে থাকেন। এদিকে অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু এদিন স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করে এই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Next Story