ইন্টারন্যাশনাল
বিশ্বকাপের প্ৰথম ম্যাচে রাশিয়া ৫-০ গোলে কুপোকাৎ করল সৌদি আরবকে
মস্কোঃ স্তালিনের দেশ রাশিয়ায় বৃহস্পতিবার জাঁকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফিফা বিশ্বকাপ ২০১৮। এদিন গ্ৰুপ-এর প্ৰথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে আয়োজক দেশ রাশিয়া ৫-০ গোলের ব্যবধানে সহজ জয় তুলে বিশ্বকাপের মেজাজ ধরে রাখে। লুজনিকি স্টেডিয়ামে ৮১ হাজার দর্শকের উপস্থিতিতে সৌদি আরবকে কুপোকাৎ করে শুরুটা ভালই করে রাশিয়া। খেলার ১২ মিনিটে দুরন্ত হেডারে গোল করে ইউরি গ্যাজিনিস্কি ঘরোয়া দলকে এগিয়ে নেন। ৪৩ মিনিটে গোল করেন চেরিশেভ। ৭১ মিনিটে গোল আসে আরটেম ডিজুবার দৌলতে। আয়োজক দল এর পরও আরও দুটি গোল করে।