Begin typing your search above and press return to search.
বিশ্বের প্ৰথম আত্মহত্যা প্ৰতিরোধ মন্ত্ৰী নিয়োগ করলেন ব্ৰিটিশ প্ৰধানমন্ত্ৰী টেরেসা মে

ব্ৰিটিশ প্ৰধানমন্ত্ৰী টেরেসা মে বিশ্বের প্ৰথম আত্মহত্যা প্ৰতিরোধ মন্ত্ৰী হিসেবে জেকি ডোলে প্ৰাইসকে নিয়োগ করেছেন। ইংল্যান্ডে এই প্ৰথম অনুষ্ঠিত বিশ্ব মানসিক স্বাস্থ্য সম্পর্কিত শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫০টিরও বেশি দেশের কর্মকর্তা শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে প্ৰতি বছর ৪,৫০০ জনের মতো মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। তাই এই পরিস্থিতির মোকাবিলা করতেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আত্মঘাতি প্ৰতিরোধ মন্ত্ৰী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্ৰিটিশ প্ৰধানমন্ত্ৰী মে বলেন,এই ব্যবস্থার মাধ্যমে মানুষের উদাসীনতা,একাকিকত্বের অবসান ঘটাতে পারবো এবং আত্মহত্যার মতো ঘটনা রোখাও অনেকাংশে সম্ভব হবে।
Next Story