গুয়াহাটিঃ কামরূপ(মেট্ৰো)প্ৰশাসন রাজ্য তামাক নিয়ন্ত্ৰণ সেলের সহযোগিতায় বৃহস্পতিবার ‘বিশ্ব তামাক বর্জন দিবস’ পালন করে শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে।রাজ্য পুলিশ প্ৰধান কুল শইকিয়া তামাকের ব্যবহার নিয়ন্ত্ৰণে সামাজিক আচরণেও পরিবর্তন আনা এবং এর কুফল সম্পর্কে ব্যাপক প্ৰচারে গুরুত্ব দেন।