বিষাক্ত জল পান করে আগরতলায় অসুস্থ এলাকাবাসী

বিষাক্ত জল পান করে আগরতলায় অসুস্থ এলাকাবাসী
Published on

আগরতলা(ত্রিপুরা): আগরতলার কলেজটিলা ওয়াটার ট্রিটমেন্ট প্যান্ট থেকে সরবরাহ করা জল পান করে শহরের কিছু শিবনগর, শান্তিপাড়াসহ আশেপাশের এলাকার মানুষের ডায়রিয়া দেখা দিয়েছে।

এই বিষয়ে ড্রিঙ্কিং এন্ড স্যানিটেশন দফতরের মন্ত্রী সুদীপ রায়বর্মণ জানান,জল পরিক্ষা করা হয়েছে। জলের উৎসে কোন ধরণের ব্যাক্টেরিয়া পাওয়া যায়নি। তবে সর্বদা লাইনের কোথাও লিক করে অপরিশোধিত জল মিশছে। দফতরের কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত সমস্যার জায়গাটি চিহ্নিত করা হবে। এই সময় মানুষ যাতে এই জল পান না করে তার জন্য দফতর থেকে অনুরোধ করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com