Begin typing your search above and press return to search.

বিষ মদ কাণ্ড,অসুস্থদের কয়েকজন হারালেন দৃষ্টিশক্তি

বিষ মদ কাণ্ড,অসুস্থদের কয়েকজন হারালেন দৃষ্টিশক্তি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 March 2019 12:41 PM GMT

গুয়াহাটিঃ উজান অসমের গোলাঘাট ও যোরহাট জেলায় বিষ মদের ক্ৰিয়ায় অসুস্থ হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,তাদের অনেকেরই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। ডাক্তাররা আশঙ্কা প্ৰকাশ করে বলেছেন,বিষ মদের ক্ৰিয়া থেকে যারা এ যাত্ৰায় বেঁচে গেছেন তাদের অনেকেরই স্বাস্থ্যে বিরূপ প্ৰভাব পরিলক্ষিত হচ্ছে। অনেকেই চোখের দৃষ্টিশক্তি খুইয়ে বসেছেন। ছয়জন চিরতরে অন্ধ হয়ে এছেন। বিষ মদে ৩০ জনেরও বেশি লোকের শরীরের বিভিন্ন অঙ্গ আংশিকভাবে অকেজো হয়ে পড়েছে।

গোলাঘাট ও যোরহাট জেলার বাগান এলাকায় বিষ মদ খেয়ে এপর্যন্ত ১৫০ জনের বেশি ইতিমধ্যেই প্ৰাণ হারিয়েছেন। যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিষ মদে অসুস্থ ছয়জন ব্যক্তি ইতিমধ্যেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ৩০ জনের বেশি অসুস্থ আংশিকভাবে হারিয়েছেন দৃষ্টিশক্তি। ডাক্তাররা ঘন ঘন অসুস্থদের স্বাস্থ্যের তদারক করছেন। অসুস্থদের শরীরে নানা ধরনের পার্শ্ব প্ৰতিক্ৰিয়া দেখা দিয়েছে। যারা দৃষ্টিশক্তি খুইয়েছেন তাদের গুয়াহাটি অথবা বাইরে পাঠানো হতে পারে উন্নত চিকিৎসার জন্য। রাজ্য স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা দ্য সেন্টিনেলকে একথা জানান।

যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ডাক্তার বলেন,এধরনের বিষ মদে দৃষ্টি শক্তি এবং নার্ভের দুর্বলতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তিনি আশঙ্কা প্ৰকাশ করে বলেন,বিষমদে অসুস্থদের আরও কয়েকজন চিরতরে দৃষ্টি শক্তি এবং নার্ভ সংক্ৰান্ত নানারকম জটিল সমস্যায় ভুগতে পারেন।

গত ২১ ফেব্ৰুয়ারি গোলাঘাট জেলার শালমরা চা বাগানে বিষ মদে প্ৰথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর যোরহাট জেলার বরহোলা টি এস্টেটে বিষ মদে আক্ৰান্তদের খবর আসতে শুরু করে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করার পর মৃত্যুর মিছিল শুরু হয়ে যায়। প্ৰায় ১৫৭ জন প্ৰাণ হারান বিষাক্ত মদের ক্ৰিয়ায়।

Next Story
সংবাদ শিরোনাম