বিষ মদ খেয়ে প্রাণহানির সংখ্যা আরও বেড়ে ১৫৭

বিষ মদ খেয়ে প্রাণহানির সংখ্যা আরও বেড়ে ১৫৭
Published on

অসমে চোলাই মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭৷তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ২০০ জনের বেশি অসুস্থ হয়ে ভরতি হাসপাতালে৷ তারা যোরহাট ও গোলাঘাটের হাসপাতালে চিকিৎসাধীন৷ অসমের অতিরিক্ত ডিজি’র (আইন-শৃঙ্খলা) তরফে এই খবর জানানো হয়েছে৷ অসমে চোলাই মদকে বলা হয় ‘সুলাই’ মদ৷ বেআইনিভাবে সুলাই তৈরি ও বিক্রির অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া বেআইনি দেশি মদ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে৷ জানিয়েছেন অসমের অতিরিক্ত ডিজি মুকেশ আগরওয়াল৷

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত ৯০টি মামলা রুজু করা হয়েছে৷ প্রত্যেকটি মামলাই আবাগারি আইন না মেনে চোলাই বিক্রির অভিযোগে৷ গত ২২ তারিখ থেকে প্রায় পাঁচ হাজার লিটার বেআইনি মদ নষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে অসমের গোলাঘাট জেলায়৷ এখানকার এক চা বাগানে চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতাধিক চা শ্রমিক৷ শুরু হয় বমি ৷ প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় তাদের৷ এরপর শুরু হয় মৃত্যু মিছিল৷ শুক্রবার অবধি সংখ্যাটা দুই অংকে আটকে ছিল৷ কিন্তু শনিবার আরও বেশ কজনের মৃত্যুর খবর মেলে৷ অসমর্থিত সূত্র অনুযায়ী চোলাই মদ খেয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভরতি আরও ৩৫০ জন৷অসম সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারদের দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে৷ মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

শনিবারই গোলাঘাটের হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷তবে মৃত্যু মিছিল এখানেই থমকে থাকবে না৷ পুলিশ জানিয়েছে হাসপাতালে যারা ভরতি আছে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ এদিকে, হাসপাতালগুলিতে ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চিকিৎসায়৷ হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা৷ অবস্থা সামাল দিতে আশেপাশের জেলা থেকে ডাক্তারদের ওই হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে৷অন্যদিকে,এই বিষয়টি নিয়ে সোমবার অসম বিধানসভা উত্তাল হয়। সদন স্থগিত রেখে আলোচনার প্রস্তাব আনে বিরোধীরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com