বিহারে বৌদ্ধ সন্ন্যাসীর হাতে যৌন নিপীড়নের শিকার অসমের ১৫টি শিশু সন্ন্যাসী

বিহারে বৌদ্ধ সন্ন্যাসীর হাতে যৌন নিপীড়নের শিকার অসমের ১৫টি শিশু সন্ন্যাসী
Published on

বিহারের বুদ্ধ গয়ার প্ৰসন্নজ্যোতি বৌদ্ধ স্কুল এবং মেডিটেশন সেন্টারের ৬-১২ বছর বয়সী ১৫টি শিশু সন্ন্যাসী শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হওয়ার অভি্যোগে ওই কেন্দ্ৰের বৌদ্ধ সন্ন্যাসী ভান্তে সংঘপ্ৰিয়কে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য গ্ৰেপ্তার করা হয়। প্ৰচার মাধ্যমের খবর অনুযায়ী,ওই ১৫টি শিশু সন্ন্যাসীকে আজ আদালতে হাজির করানো হবে তাদের কথা রেকর্ড করার জন্য। গয়ার বরিষ্ঠ পুলিশ সুপার রাজীব মিশ্ৰ বলেন,শিশুদের ওপর যৌন নিপীড়নের খবর পাওয়ার পরই পুলিশ মস্তিপুর গ্ৰাম থেকে অভিযুক্ত ভান্তে সংঘপ্ৰিয়কে গ্ৰেপ্তার করে। উল্লেখ্য,অভিযুক্ত সন্ন্যাসীটি অসমের। সংঘপ্ৰিয় প্ৰসন্নজ্যোতি বৌদ্ধ স্কুলটি চালাচ্ছিলেন। অসমের কার্বি আংলং জেলার ১৫টি শিশু ওই স্কুলে পড়ত।

ডিএসপি রাজকুমার শাহর মতে,‘শিশুরা ওই সন্ন্যাসী সম্পর্কে তাদের সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে নালিশ করেছিল। তাছাড়া শিশুরা আমাদেরও বলেছে,স্কুলে থাকা কালে তাদের দুর্ব্যবহার ও যৌন আতিশয্য চালানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

খবরে প্ৰকাশ,একটি শিশু স্কুল থেকে পালিয়ে অসমে নিজের বাড়িতে আসার পরই যৌন নিপীড়নের ঘটনাটি ফাঁস হয়। এই ঘটনার পরই বাকি অভিভাবকরাও তাদের সন্তানদের ফিরেয়ে আনতে বুদ্ধগয়া ছুটে গেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com