বিহারে যাত্ৰী ট্ৰেন বেলাইন,নিহত ৬,আহত ৩৮

বিহারে যাত্ৰী ট্ৰেন বেলাইন,নিহত ৬,আহত ৩৮
Published on

হাজিপুর/বিহারঃ নতুন দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্ৰেস লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ৬জন যাত্ৰী নিহত এবং অন্যান্য ৩৮ জন আহত হন। বিহারের বৈশালি জেলার গ্ৰামাঞ্চলে রবিবার সকালে ট্ৰেনের ১১টি কামরা লাইনচ্যুত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। শাহদাই বুজর্গ রেল স্টেশনের কাছে শেষ রাত চারটেয় নাগাদ ট্ৰেনের কামরাগুলি বেলাইন হয়। ঘুমন্ত যাত্ৰীদের ঘুম ভেঙে যায় বিকট শব্দে। ঘুম চোখে যাত্ৰীদের অধিকাংশই বিভ্ৰান্ত হয়ে পড়ে। যাত্ৰীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোরের আলো তখনও ফোটেনি। ঘুটঘুটে অন্ধকার যাত্ৰীদের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। দুর্ঘটনায় নিহতদের প্ৰত্যেককেই শনাক্ত করা গেছে বলে জানিয়েছে রেল বিভাগ। আহতদের মধ্যে ২২ জনকে হাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আটজন যাত্ৰীকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার মুখ থেকে বেঁচে যাওয়া কমলেশ কুমার সিং বলেন, বার্থের নিচের দিক থেকে একটা বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পুরো কামরাটা ছিল তখন অন্ধকার। যাত্ৰীরা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এরপরই আহতদের কান্নার শব্দ ভেসে আসে-বলেন আরও এক যাত্ৰী অনিতা দেবী। আমি বরাত জোরে বেঁচে যাই-বলেন মহিলা যাত্ৰীটি। মনতোষ মণ্ডল নামের এক যাত্ৰীর পায়ে আঘাত লাগে। তিনি বলেন,দুর্ঘটনার ওই মুহূর্তে সবাই ইস্ট নামই শরণ করছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com