গুয়াহাটিঃ পশ্চিমী সংস্কৃতির ঢেউ এদেশে আছড়ে পড়লেও অসম সাহিত্য সভা এবং সারা অসম বিহু সম্মিলনী সমন্বয়রক্ষী সমিতি(এসএবিএসএসএস)রাজ্যের সব বিহু সম্মিলনীকে অসমিয়া পরম্পরা,সংস্কৃতি ও ঐতিহ্যকে বিহু মঞ্চে তুলে ধরার বিষয়টি সুনিশ্চিত করতে যৌথভাবে আবেদন জানিয়েছে।
অসম সাহিত্যসভা ও এসএবিএসএসএস সাম্প্ৰতিককালে দুদুটো বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকগুলিতে গৃহীত সিদ্ধান্তের কথা জনগণের জ্ঞাতার্থে সোমবার গুয়াহাটিতে সাংবাদিকদের কাছে ব্যক্ত করে তারা।
অসম সাহিত্য সভার সভাপতি পরমানন্দ রাজবংশী,এসএবিএসএসএস-এর সভাপতি ড.হরেন দাস এবং সাধারণ সম্পাদক প্ৰণব গোস্বামী,সাহিত্যসভার সেক্ৰেটারি জেনারেল পদুম রাজখোয়া দুটো সংগঠনের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের অবগত করান।
গৃহীত সিদ্ধান্ত অনু্যায়ী রাজখোয়া সব বিহু সম্মিলনীগুলিকে সাইনবোর্ড,প্ৰচারপত্ৰ,বিহুতলির মূল তোরণ এবং বিহু মঞ্চে শুদ্ধ অসমিয়া ভাষা ব্যবহার করার প্ৰতি লক্ষ্য রাখার আহ্বান জানান।
তিনি উদ্যোক্তাদের অসমিয়া ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানীয় ভাষার ওপরও গুরুত্ব দিতে বলেন। সব বিহু সম্মিলনীগুলিকে অনুষ্ঠান রাত ১টার মধ্যে শেষ করতে বলা হয়েছে উভয় সংগঠনের তরফে। তাছাড়া দূর দূরাস্ত থেকে আসা শিল্পীদের জন্য যাবতীয় সু্যোগ-সুবিধার ব্যবস্থা গ্ৰহণ করতে উদ্যোক্তাদের অনুরোধ করা হয়েছে-বলেন রাজখোয়া।