Begin typing your search above and press return to search.

বুনো হাতিটিকে আজ আমচাং অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হলো

বুনো হাতিটিকে আজ আমচাং অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 May 2019 1:34 PM GMT

গুয়াহাটিঃ মহানগরীর কাছেপিঠের আমচাং অভয়ারণ্য থেকে নেমে আসা দলছুট হাতিটিকে নিয়ে মঙ্গলবার বিকেলে শহরের ব্যস্ত জিএস রোডে রীতিমতো ত্ৰাসের সৃষ্টি হয়। স্বভাবে শান্ত হাতিটির পিছু নেন অসংখ্য পথচলতি মানুষ। ব্যস্ত রাজপথে বুনো হাতির অবাধ বিচরণে বিশাল যানজটের সৃষ্টি হয়। প্ৰায় তিনঘন্টা আটকে থাকে যানবাহন। বন কর্মী ও পুলিশ হাতিটির পিছু নেন।

অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমান জিএস রোডে। হাতিটিকে ঘিরে চলে রুদ্ধশ্বাস উত্তেজনা। পরে সন্ধ্যার পর বন কর্মীরা সুবিধাজনক অবস্থায় ট্ৰ্যঙ্কুলাইজ করে হাতিটিকে গুয়াহাটি চিড়িয়াখানায় নিয়ে যান। তবে আজ বন কর্মীরা দলছুট হাতিটিকে ফের আমচাং অভয়ারণ্যে ছেড়ে দেন। হাতির করিডরে জনবসতি গড়ে ওঠায় এবং বনাঞ্চলে খাদ্যভাবের জন্য বন্যরা এখন জঙ্গল ছেড়ে জনারণ্যের দিকে ধাবিত হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

Next Story