বুলেট নিয়ে কেজোরিয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে ধৃত এক ব্যক্তি

বুলেট নিয়ে কেজোরিয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে ধৃত এক ব্যক্তি
Published on

গুয়াহাটিঃ দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজোরিয়াল-এর সময় বর্তমানে ভাল যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে একের পর এক আক্ৰমণ ও নিগ্ৰহের ঘটনা প্ৰকাশ্যে আসছে। দিন কয়েক আগে একজন ব্যক্তি কেজোরিয়ালের মুখ লক্ষ্য করে লাল লংকার গুড়ো ছিটিয়েছিল। এদিকে গতকাল এক ব্যক্তি তাজা বুলেট নিয়ে কেজোরিয়ালের সঙ্গে দেখা করতে আসে। তবে ব্যক্তিটিকে গ্ৰেপ্তার করা হয়। ব্যক্তিটিকে ইমরান নামে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য,ইমরান ওয়াকফ বোর্ডের বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্ৰীর কাছে গিয়েছিল। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। ওদিকে কেজোরিয়াল তাঁর ওপর সাম্প্ৰতিক আক্ৰমণগুলি সম্পর্কে বলেন,গত তিনবছরে ‘আমার উপর চারবার আক্ৰমণের ঘটনা ঘটেছে। এই আক্ৰমণগুলি আমার ওপর নয়,দিল্লিবাসীর ওপর’-বলেন কেজোরিয়াল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com