
বৃষ্টি এবং এই ঠান্ডা হাওয়ার যুগলবন্দিতে শীতে জবুথবু গোটা অসম।বুধবার সকাল থেকে ঝকঝকে রোদ আর ফুরফুরে উত্তুরে হাওয়ায় শীতের প্রকৃত রূপ ফিরে আসবে গোটা রাজ্যে।কিন্তু সোমবার ভোররাত থেকেই তার জোর প্রভাব পড়ছে গোটা বাংলা জুড়ে।রবিবারের থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিই পেয়েছে রাজ্য। কিন্তু সোমবার রাত থেকে বৃষ্টির দাপট বেড়েছে। সেই সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। এর ফলে সাংঘাতিক পতন ঘটেছে সর্বোচ্চ তাপমাত্রার।