Begin typing your search above and press return to search.
বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ২৬.৩৯ শতাংশ

গুয়াহাটিঃ অসমের পাঁচ লোকসভা কেন্দ্ৰের ৮,৯৯২টি ভোট কেন্দ্ৰে আজ সকাল ৭টা থেকে দ্বিতীয় দফায় ভোট গ্ৰহণ শুরু হয়। যে পাঁচ কেন্দ্ৰে আজ ভোট হচ্ছে সেগুলি হলো করিমগঞ্জ,শিলচর,মঙ্গলদৈ,নগাঁও ও স্বশাসিত জেলা ডিফু(সংরক্ষিত)।বেলা ১১টা পর্যন্ত এই পাঁচ কেন্দ্ৰে ২৬.৩৯ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছে।
করিমগঞ্জে এই সময়ের মধ্যে ভোট পড়ে ২৮.৩৩ শতাংশ। শিলচরে ২৭.০৫ শতাংশ ভোটার এই সময় পর্যন্ত ভোটাধিকার প্ৰয়োগ করেছেন। ডিফুতে ২৮.৯০ শতাংশ,মঙ্গলদৈয়ে ৩১.২৬ শতাংশ ও নগাঁওয়ে ১৮.৫১ শতাংশ ভোট পড়ে বেলা ১১টা পর্যন্ত।
অবাধ ও মুক্ত নির্বাচনের জন্য ভোট কেন্দ্ৰগুলিতে মোট ৩৫,৯৬৮ জন নির্বাচন কর্মী কাজ করছেন। পাঁচ কেন্দ্ৰের প্ৰত্যন্ত এলাকার ১,০৩৩টি ভোট কেন্দ্ৰ খোলা হয়েছে। করিমগঞ্জের প্ৰত্যন্ত গ্ৰামে ৩৫০,শিলচরে ৪১০,মঙ্গলদৈয়ে ৪৩ এবং স্বশাসিত জেলায় ২৩০টি এধরনের ভোট কেন্দ্ৰ রয়েছে।
Next Story