বেঙ্গালুরুতে স্কুলের অধ্যক্ষকে কুপিয়ে হত্যা

বেঙ্গালুরুতে স্কুলের অধ্যক্ষকে কুপিয়ে হত্যা
Published on

বেঙ্গালুরুর শহরতলি আগ্ৰাহারা দশরাহালিতে হাবানুর পাবলিক স্কুলের অধ্যক্ষ রঙ্গনাথকে ছয়জনের একটি দুষ্কৃতী দল কুপিয়ে হত্যা করে। অধ্যক্ষ কিছু ছাত্ৰকে নিয়ে অতিরিক্ত সময় ক্লাস করার সময় দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। এই ঘটনাটি অত্যন্ত শোকাবহ। ছাত্ৰরা তাদের চোখের সামনে অধ্যক্ষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। ঘটনাটি ছাত্ৰদের মনে প্ৰবল আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনার সময় শ্ৰেণিকক্ষে ২০টি ছাত্ৰ ছিল। অধ্যক্ষ দশমশ্ৰেণির ছাত্ৰদের যখন পড়াচ্ছিলেন ওই সময় ছয় দুষ্কৃতী ঝড়ের বেগে শ্ৰেণিকক্ষে ঢুকে অধ্যক্ষের উপর আক্ৰমণ চালায়।

দুর্বৃত্তরা অধ্যক্ষকে হত্যা করার পর গাড়িতে চেপে পালিয়ে যায়। তবে বিশ্বস্তসূত্ৰে খবর পেয়ে পুলিশ এক দুষ্কৃতীকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছে। দুষ্কৃতীরা পালাবার সময় পুলিশের ওপর আক্ৰমণের চেষ্টা চালায়। এরই পরিপ্ৰেক্ষিতে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে। পুলিশের গুলিতে একজন অভিযুক্ত আহত হয়। তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউট এলাকা থেকে অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়। পুলিশের সন্দেহ,স্কুল বিল্ডিঙের জমি নিয়ে বিবাদের জেরেই অধ্যক্ষকে প্ৰাণ দিতে হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com