বেলজিয়াম ৩-২ গোলে জাপানকে বিদায় দিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে

ভারতীয় সময় সোমবার রাত ১১-৩০ মিনিটে রোস্তব এরেনায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টারের অন্যম্যাচে বেলজিয়াম ৩-২ গোলে এশিয়ান জায়েন্ট জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্ৰ আদায় করে নেয়। ম্যাচের প্ৰথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরই ৪৮ মিনিটে জাপানের হয়ে প্ৰথম গোল করেন জি হারাগুচি। এরপর ৫২ মিনিটে টি ইনুই আরও একটি গোল করে জাপানকে ২-০ এগিয়ে নেন। কিন্তু এই অগ্ৰগতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপরই ম্যাচে নিজেদের স্বরূপ নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে বেলজিয়াম। ঝড় তোলে আক্ৰমণে। ৬৯ মিনিটে বেলজিয়ামের পক্ষে প্ৰথম গোল করেন জে ভারটনঘেন। জাপানের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে এম ফেলাইনি ৭৪ মিনিটে গোল করে সমতা ফেরান। রেগুলেশন টাইমের ৯০ মিনিটে কেটে যাওয়ার পর ইনজুরি টাইম ৯৪ মিনিটে এন চাডলি একটা গোছানো গোল করে বেলজিয়ানদের কোয়ার্টার ফাইনালে খেলার পথ খুলে দেন। এদিন জাপানের কিপার ইজি কাওয়াসীমা প্ৰতিপক্ষের বহু আক্ৰমণ একা হাতে রুখে দেন। তা না হলে জাপ দলকে বেশকটি গোল হজম করতে হতো।