ব্ৰেস্টঃ আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনা এখানে এসে পৌঁছেছেন। বেলারুশিয়ান ক্লাব ডায়নামো ব্ৰেস্ট-এর চেয়ারম্যান এবং স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নিচ্ছেন তিনি। ৫৭ বছর বয়সী মারাডোনা গত মে মাসে ডায়নামোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু বিশ্বকাপের জন্য ওই দায়িত্ব নিতে তাঁর একটু দেরি হয়ে যায়।