
গুয়াহাটিঃ দিওয়ালির বোনাস না পাওয়ায় এয়ার ইন্ডিয়ার প্ৰায় ৪০০ গ্ৰাউন্ড স্টাফ কাজ না করে মুম্বই বিমানবন্দরে ধর্মঘট শুরু করেছেন। বুধবার রাত থেকে এই ধর্মঘট শুরু হয়। কর্মীদের এই ধর্মঘটের ফলে এয়ার ইন্ডিয়ার সেবায় বিরূপ প্ৰভাব পড়ে। ধর্মঘটে এয়ার ইন্ডিয়ার কাজকর্ম বিঘ্নিত হওয়া ছাড়াও বিমান চলাচলে বাধার সৃষ্টি হয়। যে সব যাত্ৰী বিমানের টিকিট বুক করেছেন তারা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন।
এয়ার ইন্ডিয়ার গ্ৰাউন্ড স্টাফ যাত্ৰীর ব্যাগ সমূহ লোডিং,আনলোডিং কার্গো এবং বিমান পরিচ্ছন্ন রাখা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকেন। একটি সূত্ৰ জানিয়েছে,এয়ার ইন্ডিয়ার সব বিমান উড়ানে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। মুম্বই-ব্যাংকক এএল ৩৩০ বিমানটি রাত ১-৪৫ মিনিটে ওড়ার কথা ছিল। ৭ ঘণ্টা দেরি করে সকাল ৮-১৮ মিনিটে বিমানটি আকাশে ওড়ে।