Begin typing your search above and press return to search.

বোড়োদের সঙ্গে নয়,আক্ৰাসুকে সরকারের সঙ্গে লড়তে বলল আবসু

বোড়োদের সঙ্গে নয়,আক্ৰাসুকে সরকারের সঙ্গে লড়তে বলল আবসু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Nov 2018 7:44 AM GMT

কোকরাঝাড়ঃ নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থার(আবসু)সভাপতি প্ৰমোদ বোড়ো আক্ৰাসু(একেআরএসইউ)এবং অন্যান্য সংগঠনের নেতাদের উদ্দেশে বলেছেন,তারা নিজেদের ন্যায্য অধিকার নিয়ে বোড়োদের সঙ্গে নয়,সরকারের বিরুদ্ধে লড়াই করুক। কোকরাঝাড়ের বোড়োফা হাউসে রবিবার একদল সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় প্ৰমোদ বোড়ো বলেন,আক্ৰাসু বোড়োদের ন্যা্য্য অধিকারের বিরুদ্ধে সক্ৰিয় ভূমিকা নিচ্ছে এবং দীর্ঘদিনের ঝুলে থাকা বোড়োল্যান্ড ইস্যুর সমাধানে সরকার ও ছাত্ৰ সংগঠনটির মধ্যে চলা শান্তি আলোচনার খোলাখুলি বিরোধিতা করছে।

আবসু সভাপতি বলেন,বোড়োরা কখনোই আক্ৰাসুর আন্দোলনের বিরোধিতা করেনি। ‘নিজেদের সমস্যা নিয়ে বোড়োদের সঙ্গে বিরোধ বাধানোর পরিবর্তে আক্ৰাসুর নেতাদের অর্থনৈতিক,সামাজিক ও শিক্ষাসংক্ৰান্ত ইস্যুগুলির প্ৰতি নজর দিয়ে এজাতীয় সমস্যাগুলি নিয়ে সরকারের সঙ্গে লড়াই করা উচিত’। তিনি আরও বলেন,বোড়ো বিরোধী এবং উপজাতি বিরোধীগোষ্ঠীর কিছু নেতা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছেন।

আসু নেতা বলেন,নির্দিষ্ট কোনও সম্প্ৰদায়কে টার্গেট করা মোটেই শুভলক্ষণ নয়। বোড়োরা ভারতীয় সংবিধানের মধ্যে থেকে ঐতিহাসিক ভিত্তিতে নিজেদের ন্যায্য অধিকার নিয়ে লড়ছে এবং এই লড়াই চলবে। তিনি বলেন,সংবিধানের ২ ও ৩ অনুচ্ছেদ অনু্যায়ী বোড়োদের মতো স্থানীয় ভূমিপুত্ৰদের নতুন রাজ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন,বোড়োরা নির্দিষ্ট কোনও সম্প্ৰদায়ের স্বার্থের পরিপন্থী নয়। কিন্তু কেউ যদি বোড়োদের বিরোধিতা করে তাহলে বোড়োরা সেটা বরদাস্ত করবে না-সাফ জানিয়ে দেন প্ৰমোদ বোড়ো।

Next Story
সংবাদ শিরোনাম