ব্ৰহ্মপুত্ৰের বুকে যাত্ৰীর নিরাপত্তা ছাড়াই চলছে যান্ত্ৰিক নৌকোঃ অভিযোগ

ব্ৰহ্মপুত্ৰের বুকে যাত্ৰীর নিরাপত্তা ছাড়াই চলছে যান্ত্ৰিক নৌকোঃ অভিযোগ
Published on

রোজ শতাধিক মানুষ গুয়াহাটিতে যান্ত্ৰিক নৌকোয় অথবা নৌকোয় ব্ৰহ্মপুত্ৰের বুকে প্ৰমোদ বিহার করেন। অভিযোগ রয়েছে নৌকোগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নেই। নৌকোয় প্ৰায়ই মাত্ৰাধিক যাত্ৰী তুলতে দেখা যায়। নৌকাগুলির এত আরোহী বহনের ক্ষমতা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরোহীদের জন্য প্ৰয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ বাধ্যতামূলক করা উচিত। অনেক সময় যাত্ৰীদের নৌকোবিহারের জন্য ঘাটে গিয়েও বঞ্চিত হতে হয় কর্তৃপক্ষ যান্ত্ৰিক গোলোযোগের কথা বলে ট্ৰিপ বাতিল করে দেওয়ায়। আইডব্লিউটিডি-র নৌকাগুলি সেকেলে। এগুলো পাল্টানোরও দাবি উঠেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com