Begin typing your search above and press return to search.
ভারতীয় অ্যাথলিট অলিম্পিকে সোনা জিতুক এটাই আমার স্বপ্ন,বললেন মিলখা সিং

সোনালঃ কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং বলেন,কোনও ভারতীয় অ্যাথলিট অলিম্পিকে সোনা জিতুক সেই স্বপ্নই তিনি দেখে আসছেন। ‘একজন ভারতীয় অ্যাথলিট অলিম্পিকে সোনা জিতুক এটাই আমরা একমাত্ৰ স্বপ্ন যা রোমে আমি হারিয়েছিলাম’-এখানে শুলিনি বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্ৰদের সঙ্গে আলাপচারিতার সময় কথাগুলি বলেন মিলখা। জীবন্ত কিংবদন্তি মিলখা ‘উড়ন্ত শিখ’ নামেই পরিচিত। তাঁর জীবনের আধারে নির্মিত ‘ভাগ মিলখা ভাগ’ ছবির একটা ফ্লিপিং দেখে আবেগিক হয়ে পড়েন তিনি। সিং ছাত্ৰদের কঠোর পরিশ্ৰম করতে উৎসাহিত করেন। বলেন,যোগ্যতার চেয়ে পরিশ্ৰমের গুরুত্ব অসীম। মিলখা বলেন,যুবকরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাই দেশের জন্য সুনাম কুড়িয়ে আনতে তাদের জান লড়িয়ে দিতে হবে।
Next Story