ভারতীয় বায়ু সেনার গুলিতে ভূপতিত পাক এফ-১৬ লড়াকু বিমান

ভারতীয় বায়ু সেনার গুলিতে ভূপতিত পাক এফ-১৬ লড়াকু বিমান
Published on

গুয়াহাটিঃ ভারতীয় বায়ু সেনা আজ পাকিস্তান এয়ারফোর্সের একটি এফ-১৬ লড়াকু বিমানকে গুলি করে নামালো। পাক বিমানটি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছিল। ভারত বায়ু সেনার প্ৰতিরক্ষা ব্যবস্থা কার্যকরী করে তুলেছে এবং পাকিস্তানের যেকোনও ধরনের আক্ৰমণ ঠেকাতে প্ৰতিরক্ষা ব্যবস্থার রাডারগুলি তীক্ষ্ণ নজর রাখছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে একটা উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। তবে বিশ্ব সম্প্ৰদায় উভয় দেশকে সংযম বজায় রেখে চলার আবেদন জানিয়েছে। সূত্ৰটি বলেছে এফ-১৬ বিমানটি গুলি করে মাটিতে ফেলার সময় একটি প্যারসুটকে মাঝ আকাশে ভাসতে দেখা গেছে। পাক বিমানটির পাইলটের অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com